অশান্ত সন্দেশখালিকে শান্ত করতে গোটা এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছিল পুলিশ-প্রশাসন। মঙ্গলবার সন্দেশখালিতে সেই ১৪৪ ধারা জারির বিজ্ঞপ্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
এদিন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ১৪৪ ধারা বাতিল করে দিলেন। তাঁর পর্যবেক্ষণ, গোটা সন্দেশখালি জুড়ে ১৪৪ ধারা জারি করার বিজ্ঞপ্তি বেআইনি। নির্দিষ্ট করে উত্তেজনাপ্রবণ কোনও এলাকার উল্লেখ নেই পুলিশি বিজ্ঞপ্তিতে। কোনও এলাকায় ১৪৪ ধারা জারি করতে হলে, যে যে আইনি প্রক্রিয়া মানতে হয়, তা মানা হয়নি পুলিশের পক্ষ থেকে।