বুধবার সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সকালে হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে নিউরো আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।
বুধবার রাতে সুকান্ত মজুমদার কয়েকবার বমি করেছেন বলে খবর। এছাড়াও ঘুম সংক্রান্ত সমস্যাও হয়েছিল। যদিও বৃহস্পতিবার সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। চিকিৎসকদের ওষুধে সাড়া দিচ্ছেন সুকান্ত। তবে এখনও তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।