Sambad Samakal

Pankaj Udhas: অৌর আহিস্তা কিজিয়ে বাত: পঙ্কজ নেই!

Feb 26, 2024 @ 5:39 pm
Pankaj Udhas: অৌর আহিস্তা কিজিয়ে বাত: পঙ্কজ নেই!

এভাবে আর চিঠি আসার খবর কে দেবেন? প্রেয়সীর বর্ণনায় চাঁদের বর্ণ নিয়ে উপমায় প্রেমিকের আর্তি নিয়ে কে আর গেয়ে উঠবেন। কারণ পঙ্কজ উদাস আর নেই।

উদাস সঙ্গীত জগত। পদ্মশ্রী সম্মানে ভূষিত গজল শিল্পী সোমবার বেলা ১১ টা নাগাদ দীর্ঘ রোগ-ভোগের পর মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতারে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শুধু বলিউড সিনেমার জন্য গাওয়া হিট গজলই নয় আশির দশকে প্রকাশিত অ্যালবাম আহট এক ভিন্ন ধর্মী গজল শিল্পীকে সঙ্গীয় পিপাসুদের সামনে নিয়ে এসেছিল। এর পর পিছন ফিরে দেখতে হয়নি- মুকারার, তারান্নুম, মেহফিল তাঁর রেখে যাওয়া অমর সৃষ্টি।
নাম সিনেমায় ১৯৮৬ তে তাঁর গাওয়া চিট্ঠি আইয়ি হ্যা আজকের সাইবার যুগের প্রবাসীদের চোখের কোণ ভিজিয়ে দেয়। মোহরা ছবিতে সাধন সরগমের সঙ্গে গাওয়া ডুয়েট না কজরে কি ধার যেন প্রেমের মহোৎসব।
মৃত্যু হয়েছে নশ্বর দেহের হয়তো অনুরাগীরা আজও গুনগুন করবেন – দিওয়ারো সে মিলকার রোনা আচ্ছা লগতা হ্যা।

Related Articles