Sambad Samakal

Weather: পরিষ্কার আকাশ, চড়ছে তাপমাত্রার পারদ, বৃষ্টি হবে কোন কোন জেলায়?

Feb 29, 2024 @ 9:09 am
Weather: পরিষ্কার আকাশ, চড়ছে তাপমাত্রার পারদ, বৃষ্টি হবে কোন কোন জেলায়?

বৃহস্পতিবার সকাল থেকেই পরিষ্কার শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আরও চড়বে তাপমাত্রার পারদ। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদের তেজও বাড়বে। যদিও সন্ধ্যের পরে অনেকটা মনোরম থাকবে আবহাওয়া। এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৯ শতাংশ।

Related Articles