অবশেষে গ্রেফতার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। ৫৫ দিন পরে বুধবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। জানা যাচ্ছে, উত্তর চব্বিশ পরগনার মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবারই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে শাহজাহানকে নিজেদের হেফাজতে রাখতে চায় পুলিশ। জমি-ভেড়ি দখল, নারী নির্যাতন, মারধর, লুটপাট সহ একাধিক অভিযোগ রয়েছে সন্দেশখালির এই তৃণমূল নেতার বিরুদ্ধে।