‘অযোগ্য’, ‘স্বার্থপর’, ‘গ্রুপবাজ’! এমনই চোখা চোখা বিশেষণ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এমনকী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে নিজের তৃণমূল মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদকের পরিচয়ও উড়িয়ে দিয়েছেন তিনি। তবে কেন আচমকা এই বিস্ফোরণ, তা নিজের মুখে খোলসা করেননি কুণাল।
বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, “নেতা অযোগ্য, স্বার্থপর, গ্রুপবাজ। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, দলের প্রতি কর্মীদের আবেগের ওপরে ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারেনা।”
এই পোস্ট করার পরেই নিজেকে শুধুমাত্র ‘সাংবাদিক’ ও ‘সমাজকর্মী’ হিসেবে পরিচয় দিয়েছেন কুণাল। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, উত্তর কলকাতার এক প্রভাবশালী নেতাকে নিশানা করেই এই বিস্ফোরক পোস্ট করেছেন তিনি। এখন দেখার দলীয় মুখপাত্রের এই বিদ্রোহ শেষপর্যন্ত কোন দিকে মোড় নেয়।