Sambad Samakal

Election Commission: এক দফাতেই ভোট! নির্বাচন কমিশনের কাছে কী দাবি তৃণমূলের?

Mar 4, 2024 @ 2:55 pm
Election Commission: এক দফাতেই ভোট! নির্বাচন কমিশনের কাছে কী দাবি তৃণমূলের?

চব্বিশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার তৃণমূল, বিজেপিচ সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথক ভাবে বৈঠক করে কমিশন। আর সেই বৈঠকেই বাংলায় এক দফায় নির্বাচন করানোর দাবি তুলল তৃণমূল কংগ্রেস।

এদিন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বলেছি এক দফায় রাজ্যে ভোট করাতে। মোদি, অমিত শাহদের ডেইলি প্যাসেঞ্জারি করার সুবিধার জন্য ৭/৮ দফায় ভোট করানো চলবেনা। এছাড়াও নির্বাচনের আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়েও আপত্তি জানিয়েছি। কারণ কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা বিজেপির এজেন্টের মত কাজ করে।”

যদিও তৃণমূলের এই দাবি উড়িয়ে বিরোধী সিপিএম ও বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী পর্যপ্ত মোতায়েন করে একাধিক দফায় ভোট করানোর দাবি জানানো হয়েছে কমিশনের কাছে।

Related Articles