গদ্দার সবথেকে বেশি খেয়ছে! চব্বিশের লোকসভা ভোটের আগে ফের নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তমলুকের সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মমতা বলেন, “গদ্দারই সবথেকে বেশি খেয়েছে এখানে। পার্টির কাছ থেকে সবথেকে বেশি পেয়েছে। তারপরে ধরা পরে যাওয়ার ভয়ে অন্য দলে চলে গেছে। শিক্ষকের চাকরি বিক্রির মাথা কে! একদিন সব সামনে আসবে। আমি কারও চাকরি খাব’না, কিন্তু তার মানে এটা নয় যে চুপ করে থাকব।”