বৃহস্পতিবার দুপুরেই বিচারপতির পদ ছাড়ার পরে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তারপরেই বিচারপতির চেয়ারের অপবব্যহারের ইস্যুতে ফের সরব হল তৃণমূল কংগ্রেস।
এদিন রাজ্যের নরী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, “এটা স্পষ্ট হয়ে গেল যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের চেয়ারের অপব্যবহার করেছেন। রাজনৈতিক উদ্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মন্তব্য করেছেন। কখনও বলেছেন একে ধরে আন, কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন। যা তিনি করতে পারেননা। তৃণমূল এর প্রতিবাদ করেছিল। বিচারপতির পদ তাঁকে রক্ষাকবচ দিয়েছিল। আর তার সুযোগ নিয়েই তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এই বিষয়টি তিনি নিজের মুখেই স্বীকার করেছেন।”