আবহাওয়ার খামখেয়ালি আচরণ! আচমকাই এক ধাক্কায় ৬ ডিগ্রি নেমে গেল তাপমাত্রার পারদ! শুক্রবার সকালো আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, মোটের ওপর পরিষ্কার থাকবে আকাশ। বঙ্গোপসাগরে তৈরি হিয়া ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রার পারদ অনেকটা কমে যাওয়ায় হালকা শীতল অনুভূতি বজায় থাকছে। বিশেষ করে সন্ধ্যের পরে ঠান্ডার আমেজ বাড়বে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম৷ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯১ শতাংশ।