Sambad Samakal

CAA: দেশজুড়ে সিএএ, নয়া মামলা সুপ্রিমকোর্টে! কী অবস্থান সর্বোচ্চ আদালতের?

Mar 12, 2024 @ 12:46 pm
CAA: দেশজুড়ে সিএএ, নয়া মামলা সুপ্রিমকোর্টে! কী অবস্থান সর্বোচ্চ আদালতের?

সোমবার রাত থেকেি গোটা দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। আর মঙ্গলনার সকালেই এর বিরুদ্ধে ফের দেশের সর্বোচ্চ আদালতে দায়ের হল মামলা। ভারতীয় মুসলিম লিগ, ডিওয়াইএফআই সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মামলা দায়ের করে সিএএ’কে ‘অসাংবিধানিক’ বলে দাবি করা হয়েছে।

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে। এখন দেখার শেষপর্যন্ত সুপ্রিমকোর্ট এই বিষয়ে কী অবস্থান নেয়।

Related Articles