Sambad Samakal

NASA: মহাশূন্যে ছিলেন ৬ মাস! পৃথিবীতে ফিরলেন নাসার চার নভশ্চর

Mar 13, 2024 @ 2:14 pm
NASA: মহাশূন্যে ছিলেন ৬ মাস! পৃথিবীতে ফিরলেন নাসার চার নভশ্চর

মহাশূন্যে কাটিয়ে ফেলেছেন ৬ মাস। এবার পৃথিবীতে ফিরে আসলেন নাসার চার নভশ্চর! জানা যাচ্ছে, ২০২৩ সালের আগস্ট মাস থেকে নাসার স্পেস স্টেশনে ছিলেন জ‌্যাসমিন মঘবেলি, অ‌্যান্ড্রিয়াস মগেনসেন, সাতোশি ফুরুকাওয়া এবং কনস্ট‌্যানটিন বরিসভ।

সোমবারই এই চার জন প্রদক্ষিণরত স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে‌ যাত্রা শুরু করেছিলেন। এর পরে মঙ্গলবার স্পেসএক্সের রকেটে চড়ে পৃথিবীতে ফেরেন। তাঁদের ‘ক‌্যাপসুল’ আমেরিকার আকাশে নজরে আসে ভোরের আলো ফোটার কিছু সময় আগে। তার পর সেটি ফ্লোরিডা প‌্যানহ‌্যান্ডলের কাছে মেক্সিকো উপসাগরে অবতরণ করে।

Related Articles