Sambad Samakal

Mamata: মমতার জন্য গ্রেফতার হয়েছিলেন সুব্রত মুখার্জি! কোন অজানা কাহিনী শোনালেন মুখ্যমন্ত্রী?

Mar 14, 2024 @ 6:01 pm
Mamata: মমতার জন্য গ্রেফতার হয়েছিলেন সুব্রত মুখার্জি! কোন অজানা কাহিনী শোনালেন মুখ্যমন্ত্রী?

বৃহস্পতিবার বিকেলে একডালিয়া এভারগ্রিন ক্লাবের সামনে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধন করে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে স্মরণ করতে গিয়ে বারবার তুলে আনলেন তাঁর অকালপ্রয়াণের প্রসঙ্গ। কীভাবে হার্টে সাধারণ অ্যাঞ্জিওপ্লাটি করতে মৃত্যু হল সুব্রত মুখোপাধ্যায়ের সেই প্রশ্ন তুলেও শোনালেন বেশ কিছু অজানা কাহিনী।

এদিন মমতা বলেন, “সুব্রতা’দা একবার গ্রেফতার হয়েছিলেন। সিপিএমের আমলে হকার উচ্ছেদের বিরুদ্ধে সুব্রত’দা বনধ ডেকেছিলেন। বনধের আগেই একটি খবরের কাগজ লিখেছিল বনধ কোনওমতেই সফল হবেনা। ওই দিন আমরা চার জন সুব্রত’দার বাড়িতে এসে ওঁকে নিয়ে বেরিয়ে গড়িয়াহাটে মিছিল করেছিলাম। প্রথমে আমরা চার জন লোক বেরোলেও পরে চার-পাঁচশো লোকের মিছিল হয়েছিল। আমি মিছিল শেষে বাড়ি চলে যাওয়ার পরে সুব্রত’দাকে পুলিশ গ্রেফতার করে। তখন বলেছিলেন আমার জন্যই গ্রেফতার হয়েছিলেন। আমিও বলেছিলাম, আপনি যেভাবে বনধের সমর্থনে মিছিল করে খবরের কাগজের প্রথম পাতায় হেডলাইন হলেন, সেটা বলুন! স্বীকার করে নিয়েছিলেন যে, হ্যাঁ সেটা হয়েছে।”

এদিন মন্ত্রী ও প্রশাসক হিসেবেও প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের উচ্ছসিত প্রশংসা করেন মমতা। তবে এদিন উদ্বোধিত হওয়া মূর্তির মুখমণ্ডল আরও কিছুটা বাস্তবোচিত করার নির্দেশ দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে।

Related Articles