গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে প্রাণ গিয়েছে ৯ জনের। এবার এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার বিজেপি নেতা রাকেশ সিংয়ের দায়ের করা মামলা গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
মামলাকারী রাকেশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি গার্ডেনরিচের বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ জানিয়ে চলেছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই অবিলম্বে এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে হস্তান্তর করা হোক। জানা যাচ্ছে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে।