Sambad Samakal

CAA: সিএএ নিয়ে কেন্দ্রকে ‘সুপ্রিম’ নোটিশ, কতদিনের মধ্যে জবাব তলব?

Mar 19, 2024 @ 4:30 pm
CAA: সিএএ নিয়ে কেন্দ্রকে ‘সুপ্রিম’ নোটিশ, কতদিনের মধ্যে জবাব তলব?

সিএএ নিয়ে কেন্দ্রকে নোটিশ দিল দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সিএএ’র বিরুদ্ধে ২৩৭টি মামলার একত্রে শুনানি শুরু হল সুপ্রিমকোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এদিন প্রথম শুনানি হয়। আগামী ৮ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতে জবাব তলব করা হয়েছে।

প্রসঙ্গত, দেশজুড়ে সিএএ আইন লাগু হওয়ার পরেই সুপ্রিমকোর্টের দারস্থ হয় বহু সংগঠন ও ব্যক্তি। সিএএ’কে অসাংবিধানিক দাবি করে তা বাতিলের দাবি তোলা হয়। যদিও এদিনের শুনানিতে সিএএ কার্যকরী করার ওপরে কোনও স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিমকোর্ট।

Related Articles