সিএএ নিয়ে কেন্দ্রকে নোটিশ দিল দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সিএএ’র বিরুদ্ধে ২৩৭টি মামলার একত্রে শুনানি শুরু হল সুপ্রিমকোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এদিন প্রথম শুনানি হয়। আগামী ৮ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতে জবাব তলব করা হয়েছে।
প্রসঙ্গত, দেশজুড়ে সিএএ আইন লাগু হওয়ার পরেই সুপ্রিমকোর্টের দারস্থ হয় বহু সংগঠন ও ব্যক্তি। সিএএ’কে অসাংবিধানিক দাবি করে তা বাতিলের দাবি তোলা হয়। যদিও এদিনের শুনানিতে সিএএ কার্যকরী করার ওপরে কোনও স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিমকোর্ট।