রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা! বুধবার সকালে নিউ আলিপুরের সাহাপুর এলাকায় স্বরূপের বাড়িতে পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকরা। প্রায় দু’ঘণ্টা ধরে চলছে তল্লাশি অভিযান।
অন্যদিকে, এদিন সকাল থেকে বেহালা ও পর্ণশ্রী এলাকার প্রায় ৫টি ঠিকানায় অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেট নামের দু’টি কোম্পানির দফতরেও তল্লাশি চলছে বলে খবর।