বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল। চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে চলছে আয়কর অভিযান! নিউ আলিপুরের সাহাপুর এলাকায় স্বরূপের বাড়িতেই সারারাত ছিলেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা।
যদিও এখনও পর্যন্ত তল্লাশি অভিযোগ চালিয়ে কী উদ্ধার হয়েছে, সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তদন্তকারীরা। অন্যদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই বালিগঞ্জ সার্কুলার রোডে এক ব্যাবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা।