Sambad Samakal

Election Commission: সরকারি বিজ্ঞাপনের নামে দলীয় প্রচার! সরাতে ডেডলাইন কমিশনের

Mar 21, 2024 @ 11:02 am
Election Commission: সরকারি বিজ্ঞাপনের নামে দলীয় প্রচার! সরাতে ডেডলাইন কমিশনের

চব্বিশের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। কিন্তু তারপরেও সরকারি বিজ্ঞাপনের নামে চলছে দলীয় প্রচার! অবিলম্বে এই ধরনের বিজ্ঞাপন, হোর্ডিং সরিয়ে ফেলার জন্য কেন্দ্র ও সমস্ত রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিল জাতীয় নির্বাচন কমিশন।

দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের এই কাজের জন্য কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। বৃহস্পতিবার বিকেলের মধ্যে দেশের সমস্ত রেল স্টেশন, বিমানবন্দর, জাতীয় সড়ক, বাসস্ট্যান্ড থেকে এই ধরনের বিজ্ঞাপন সরিয়ে ফেলতে হবে। কোনও রাজনৈতিক দল নিজেদের প্রচারে বিজ্ঞাপন দিতে চাইলে, অবশ্যই কমিশনের অনুমতি নিয়ে তা করতে হবে।

Related Articles