ভোটের মুখে ফের উত্তপ্ত ক্যানিংয়ের জীবনতলা! তৃণমূলের বিরুদ্ধে কর্মিসভায় হামলার অভিযোগ তুলল বিজেপি, পাল্টা অশান্তির জন্য বিজেপিকই কাঠগড়ায় তুললেন স্থানীয় তৃণমূল বিধায়ক সওকত মোল্লা!
জানা যাচ্ছে, রবিবার সকালে ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিঘি এলাকায় বিজেপির ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে কর্মিসভা চলছিল। অভিযোগ, আচমকাই সেখানে হামলা চালায় তৃণমূলের বাহিনী। বিজেপি কর্মীদের মারধর করা হয়। আহত হন বিজেপির মণ্ডল সভাপতি সুব্রত দাস-সহ বেশ কয়েকজন। ২ জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
এই ঘটনায় তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর পাল্টা অভিযোগ তুলেছেন। ৩ তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে তাঁর দাবি। দুই দলের পক্ষ থেকেই, নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে।