রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই আটকে রয়েছে রুবি থেকে দমদম এয়ারপোর্টগামী মেট্রোরেলের কাজ! এমনই অভিযোগ তুলল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, কবি সুভাষ থেকে রুবি হাসপাতাল পর্যন্ত মেট্রো পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে রুবি হাসপাতাল থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোর স্টেশন সহ সমস্ত ব্যবস্থাপনা তৈরি হয়ে গিয়েছে। কিন্তু শুরু করা যাচ্ছে না পরিষেবা।
মেট্রোরেল কর্তৃপক্ষের দাবি, মেট্রো স্টেশনের কাজের জন্য ইএম বাইপাসের ওপরে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এজন্য একাধিকবার কলকাতা ট্রাফিক পুলিশকে চিঠি দিলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি। বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা না হলে, মেট্রোরেলের ফুট ওভার ব্রিজ সহ বাকি থাকা কাজ শেষ করা যাচ্ছে না। যদিও মেট্রোরেলের এই অভিযোগ প্রসঙ্গে রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।