ফের খাস কলকাতায় বাড়ি বিপর্যয়! মঙ্গলবার দুপুরে বউবাজারের রামকানাই অধিকারী লেনে আচমকাই একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রামকানাই অধিকারী লেনের একটি পুরনো বাড়ি ভেঙে নতুন বহুতল তৈরি হচ্ছে। সেই কাজ চলাকালীনই পাশের বাড়ির একাংশ ভেঙে পড়ে। পাশ্ববর্তী আরও একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বহুতলের প্রোমোটারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।