আবগারি দুর্নীতি মামলায় দলের সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এবার দেশজুড়ে গণ অনশন কর্মসূচি নিল আপ (আম আদমি পার্টি)। রবিবার আম কেন্দ্রের মোদি সরকারের “স্বৈরাচারে”র বিরুদ্ধে এই কর্মসূচির কথা ঘোষণা করেন আপ নেতা গোপাল রাই।
তবে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়েছে রাজধানীর শাসক দল। এদিন সকালে সারাদিন ব্যাপী অনশন কর্মসূচিতে অংশ নিতে দিল্লির যন্তর মন্তরে জড়ো হন আপ বিধায়করা। তাঁদের অভিযোগ, অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে কেজরিওয়ালকে। তিনি মোদি সরকারের “রাজনৈতিক ষড়যন্ত্রের” শিকার।