Sambad Samakal

Train Hotel: নদীর ওপর রেল ব্রিজেই আস্ত ট্রেন হোটেল! যাবেন নাকি ঘুরতে?

Apr 7, 2024 @ 8:37 pm
Train Hotel: নদীর ওপর রেল ব্রিজেই আস্ত ট্রেন হোটেল! যাবেন নাকি ঘুরতে?

জাতীয় অরণ্যের কাছে নদীর ওপরে রয়েছে একটি ব্রিজ। আর সেই ব্রিজে দাঁড়িয়ে রয়েছে আস্ত একটি ট্রেন-হোটেল। চাইলে দিন কয়েকের জন্য সেখানেই থেকে যেতে পারেন আপনি! এমনকী ট্রেন হোটেল থেকে নেমে গাইড নিয়ে জাতীয় অরণ্যে অ্যাডভেঞ্চারের প্ল্যানও করতে পারেন। অবাক হচ্ছেন!

না, এই দৃশ্য ভারতের নয়। দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিকের সীমান্তে অবস্থিত ক্রুগার ন্যাশানাল পার্ক। সেখানে সাবি নদীর ওপরে প্রায় ১০০ ফুট উচ্চতায় রয়েছে একটি ব্রিজ। সেখানেই পর্যটকদের নিয়ে এসে দাঁড়ায় একটি ট্রেন। সত্তরের দশক থেকে পর্যটকদের আকর্ষিত করতে এই ব্রিজটিকে ব্যবহার করতে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা প্রশাসন। কারণ এটিই এই রুটের শেষ স্টেশন। তাই প্রথাগত স্টেশনের বদলে ব্রিজটিকেই স্টেশনের রূপ দেওয়া হয়েছে।

সেলাটি শহর থেকে বিলাসবহুল ২৪ কামরার এই ট্রেনে চেপে চলে আসা যায় ক্রুগার ন্যাশানাল পার্কে। তারপরে তিন দিনের জন্য ওখানেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। সেখান থেকে উপভোগ করতে পারেন অভয়ারণ্যের মনোরম শোভা। রেঞ্জারদের নিয়ে ঘুরে বেড়াতে পারেন জাতীয় উদ্যানে। এমনকী রেল ব্রিজের ওপরেই রয়েছে ঝুলন্ত পুল ও টেরেস।

Related Articles