Sambad Samakal

Harsh Neotia: ইডি জেরার মুখে শিল্পপতি হর্ষ নেওটিয়া! কী বিষয়ে চলছে জিজ্ঞাসাবাদ?

Apr 9, 2024 @ 12:40 pm
Harsh Neotia: ইডি জেরার মুখে শিল্পপতি হর্ষ নেওটিয়া! কী বিষয়ে চলছে জিজ্ঞাসাবাদ?

মঙ্গলবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে পৌঁছলেন বিশিষ্ট শিল্পপতি হর্ষ নেওটিয়া। সংবাদমাধ্যমের সামনে হর্ষ নেওটিয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্যই ইডির তরফে তলব করা হয়েছে তাঁকে।

তবে ঠিক কী বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এই তলব, সেই বিষয়ে মুখ খোলেননি হর্ষ নেওটিয়া। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জেরা শুরু না হওয়া পর্যন্ত বিষয়টি তাঁর কাছেও স্পষ্ট নয়। প্রসঙ্গত, নেওটিয়া গ্রুপের প্রধান হর্ষ নেওটিয়া বাংলার এক জন অন্যতম বড় ব্যবসায়ী। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরও ঘনিষ্ঠ। এখন দেখার জেরা শেষে এই বিষয়ে কী জানান খোদ হর্ষ নেওটিয়া।

Related Articles