Sambad Samakal

Baranagar: বরানগরে মুখোমুখি সায়ন্তিকা-তন্ময়, ইদের দিনে সৌজন্যের নজির

Apr 11, 2024 @ 12:11 pm
Baranagar: বরানগরে মুখোমুখি সায়ন্তিকা-তন্ময়, ইদের দিনে সৌজন্যের নজির

লোকসভা ভোটের সঙ্গেই অনুষ্ঠিত হতে চলা বরানগর উপনির্বাচনে একে অন্যের বিরুদ্ধে লড়াই করছেন তৃণমূলের সায়ন্তিকা ব্যনার্জী ও সিপিএমের তন্ময় ভট্টাচার্য। বৃহস্পতিবার ইদের সকালে আমলবাজারে মুখোমুখি হলেন তাঁরা। তৈরি হল সৌজন্যের আবহ।

এদিন সকালে আমলবাজারের জামা মসজিদে সকলকে ইদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা। প্রায় একই সময়ে সেখানে উপস্থিত হন সিপিএমের তন্ময় ভট্টাচার্য। দু’জনে এগিয়ে এসে একের অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মসজিদে উপস্থিত মানুষের সঙ্গেও কুশল বিনিময় করেন।

Related Articles