গার্ডেনরিচ কাণ্ডে ছাড়া এবার হুগলির কোন্নগরে! জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে কোন্নগরের নবগ্রাম এলাকায় নির্মাণকাজ চলার সময়ে একটি পুরনো পাঁচিল আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চাপা পড়ে যান বেশ কয়েক জন নির্মাণ শ্রমিক।
তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় ৩ জনের হাসপাতালে নিয়ে গেলে ২ জনের মৃত্যু হয়। ১ জন শ্রমিক এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যাচ্ছে, বেশ কয়েক দিন ধরেই একটি পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির কাজ চলছিল। পুরনো বাড়িটির না ভাঙা একটি পাঁচিল আচমকা ধ্বসে গিয়েই এই দুর্ঘটনা ঘটে যায়।