গত বছরই এনআইএ জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যাঁদের খুনের পরিকল্পনা করেছেন, সেই তালিকায় একেবারে প্রথমেই রয়েছে সলমন খানের নাম। রবিবার গুলি চলল ভাইজানের বাড়ির বাইরে। এদিন ভোর ৫টা নাগাদ মুম্বইয়ের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’র বাইরে কেউ বা কারা বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই তদন্ত শুরু করে দিয়েছে মুম্বই পুলিশ।
editor