গোটা দেশে ভোটদানের নিরিখ এগিয়ে বাংলা! শুক্রবার সন্ধ্যেয় জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গোটা দেশের মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে বাংলার ৩ আসনে।
জানা যাচ্ছে, বিকেল ৫টা অর্থাৎ ভোটদানের আনুষ্ঠানিক শেষ সময় পর্যন্ত বাংলায় গড়ে ৭৭.৫৭ শতাংশ ভোর পড়েছে। গোটা দেশের নিরিখে যা সর্বোচ্চ। যদিও ৫টার পরেও অনেক স্থানেই ভোটগ্রহণ চলছে। ফলে শেষপর্যন্ত ভোটদানের হার আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।