শনিবার সাতসকালে লোকাল ট্রেনে ধোঁয়া! আতঙ্কে হুলুস্থুল পরিস্থিতি যাত্রীদের মধ্যে! জানা যাচ্ছে, এদিন সকালে ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল ট্রেনের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় চুঁচুড়া স্টেশনে ঢোকার মুখে। আতঙ্কে হুড়োহুড়ি করে ট্রেনের বগিটি থেকে নেমে যেতে থাকেন যাত্রীরা।
খবর পেয়ে দ্রুত উপস্থিত হন রেলের কর্মীরা। প্রচন্ড গরমে ট্রেনের চাকার ব্রেক’শু পুড়ে গিয়েই ধোঁয়া বেরোতে শুরু করেছিল বলে খবর রেল সূত্রে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় লোকাল ট্রেনটিকে। এর জেরে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।