ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গ্রেফতারির দাবিতে বেনামি পোস্টার পড়ল ভাঙড়ের বিভিন্ন এলাকায়! ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে ফের সরগরম ভাঙড়।
জানা যাচ্ছে, শনিবার সকাল থেকে ভাঙড় ও কাশীপুর থানার একাধিক জনবহুল স্থানে ছাপানো পোস্টার নজরে আসে। যেখানে লেখা আছে, আরাবুল ইসলাম গ্রেফতার হলে, কেন শওকত মোল্লা গ্রেফতার হবেন না! যদিও এই পোস্টারকে বিশেষ আমল দিতে রাজি নন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, বিরোধীরা তৃণমূলকে বদনাম করতেই এই ধরনের চক্রান্ত করছে।