শনিবার মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই কংগ্রেসকে সমর্থনের প্রশ্নে শর্ত চাপালেন তিনি। আরও একবার রাজ্যে ইন্ডিয়া জোটের অবস্থান স্পষ্ট করলেন।
এদিন মমতা বলেন, “কংগ্রেস দেশের যেখানে যেখানে লড়াই করছে, সেখানে ভালো করে লড়াই করুক। আমরা পুরো মদত দেব। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কাটতে আসবেন না। বাংলায় সিপিএম ও কংগ্রেস বিজেপির হয়ে কাজ করছে। বিজেপি চাইছে কংগ্রেস কিছু ভোট পাক, সিপিএম কিছু ভোট পাক, যাতে ওরা জিতে যায়।”