Sambad Samakal

Abhishek: কেন বিজেপি ফেরত কৃষ্ণ কল্যাণীকে টিকিট ঘাসফুলের? কী জানালেন অভিষেক?

Apr 20, 2024 @ 3:24 pm
Abhishek: কেন বিজেপি ফেরত কৃষ্ণ কল্যাণীকে টিকিট ঘাসফুলের? কী জানালেন অভিষেক?

বিজেপি থেকে তৃণমূলে আসা কৃষ্ণ কল্যাণীকে এবার রায়গঞ্জ থেকে লোকসভা ভোটে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। কেন এক জন বিজেপি ফেরত ব্যক্তিকে প্রার্থী করা হল? শনিবার ভোটপ্রচার থেকে জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন অভিষেক বলেন, “ওঁরা যে ভাষা বোঝে, আমরাও সেই ভাষাতেই জবাব দিয়েছি। আপনারা দল ভাঙার রাজনীতি জানলে, তৃণমূলও জানে। কৃষ্ণ কল্যাণী বিজেপি ছেড়ে আসার পরেই ওঁর বাড়িতে আয়কর হানা হয়েছিল। দু’দিন ধরে রেইড চলেছিল, তাও উনি মাথা নত করেননি। যে নিজের ভালোবাসা নিয়ে ওঁদের বিরুদ্ধে লড়াই করে, তাঁর জনপ্রতিনিধি হওয়া উচিত কিনা? আপনারাই বলুন।”

পাশাপাশি রায়গঞ্জের বিদায়ী বিজেপি সাংসদ দেবশ্রী রায়চৌধুরীর নাম না করে তোপ দেগে অভিষেক বলেন, “এখানকার সাংসদ এবার দক্ষিণ কলকাতায় গিয়ে দাঁড়িয়েছেন। এই ৫ বছরে রায়গঞ্জের জন্য কোনও কেন্দ্রীয় প্রকল্প আনতে পারেছিল? এবার দক্ষিণ কলকাতায় কড়া জবাব পাবেন।”

Related Articles