বাগদায় ভোটপ্রচারে গিয়ে মহিলাদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর! সোমবার দুপুরে বনগাঁ লোকসভার বাগদায় প্রচারে যান শান্তনু। সেই সময়েই তাঁর গাড়ি ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। পাল্টা প্রতিবাদী মহিলাদের ধাওয়া করেন বিজেপি কর্মীরা।
ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়ে কোনওমতে পরিস্থিতি শান্ত করে। শান্তনুর অভিযোগ, বেনামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই স্থানীয় প্রশাসনের মদতে এই বিক্ষোভ। যদিও প্রতিবাদী মহিলাদের দাবি, সাংসদ হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে এলাকায় আসেননি শান্তনু। এমনকী সিএএ’র মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার বিষয়েও সংশয় রয়েছে, তাই এই বিক্ষোভ।