লোকসভা ভোট আবহে বিভিন্ন ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে চলে এলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ! কুরুচিকর মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার সম্পর্কে!
জানা যাচ্ছে, সোমবার দেওয়ানদিঘি এলাকায় এলটি চা-চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী-শিশু’র নাম তুলে ‘চোর’ বলে কটাক্ষ করেন। আর এই ঘটনা উল্লেখ করেই নির্বাচন কমিশনের দারস্থ হলেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অবিলম্বে কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে।