Sambad Samakal

SSC: নিয়োগ বাতিল রায়ে খুশি প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়! পাল্টা কী দাবি কুণালের?

Apr 22, 2024 @ 1:45 pm
SSC: নিয়োগ বাতিল রায়ে খুশি প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়! পাল্টা কী দাবি কুণালের?

সোমবার সকালে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই রায় প্রসঙ্গে এবার মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বর্তমানে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ডিভিশন বেঞ্চ অত্যন্ত কঠোরতার সঙ্গে সবদিক বিবেচনা করে একটা রায় দিয়েছে। আমিও হয়’তো এতটা কঠিন হতে পারিনি। এই রায়ে আমি অত্যন্ত খুশি। যোগ্য চাকরিপ্রার্থীদের যারা বঞ্চিত করেছে তাূের শাস্তি হোক। আর যে জোচ্চর মুখ্যমন্ত্রী এইসব কিছুকে প্রশ্রয় দিয়েছেন, তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”

কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায় প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “হাইকোর্টের রায় শুনেছি। আম একটাই প্রশ্ন, এই রায়ের মাধ্যমে কি বঞ্চিত চাকরিপ্রার্থীদের সঙ্গে আদৌ সুবিচার করা হল?”

Related Articles