দুর্নীতির অভিযোগে এক ধাক্কায় প্রায় ২৫ হাজার শিক্ষক-অশিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর আদালতের এই সিদ্ধান্তে কি আদৌ খুশি যোগ্য চাকরিপ্রাপকরা? যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের চাকরি বাতিল হয়েছে, আদালতের রায়ে ভরসা রাখতে পারছেন তাঁরা?
সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীদের অন্যতম মুখ রাসমণি পাত্র বলেন, “আদালত ও বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে। যারা অবৈধ ভাবে চাকরি পেয়েছে, তারা শাস্তি পাওয়ায় খুশি। তবে এই রায়ে পুরোপুরি খুশি হতে পারছি না। কারণ আমরা ৮ বছর ধরে নিয়োগের আশায় রাস্তায় আছি। সরকারের সঙ্গে একাধিক বৈঠক ডেডলাইন পেয়েছি, কিন্তু চাকরি হয়নি। এখনও’তো অনিশ্চয়তা রয়ে গেল। নতুন নিয়োগ কবে হবে, কবে প্যানেল তৈরি হবে তা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়।”