ভোটের মুখে বরানগরে সিপিএমের অফিসে আগুন! জানা যাচ্ছে, সোমবার রাতে কেউ বা কারা অফিসের জানলা দিয়ে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে তড়িঘড়ি কর্মীরা এসে আগুন নেভান।
মঙ্গলবার সকালে এই খবর পেয়ে উপস্থিত হন বরানগর উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ও দমদম লোকসভার প্রার্থী সুজন চক্রবর্তী। তাঁদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতিরাই রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।