Sambad Samakal

Dev: দেব’কে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান! কী জবাব দিলেন তৃণমূল প্রার্থী?

Apr 23, 2024 @ 1:44 pm
Dev: দেব’কে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান! কী জবাব দিলেন তৃণমূল প্রার্থী?

বাগডোগরা বিমানবন্দরে তৃণমূলের তারকা প্রার্থী দেবকে দেখেই ‘জয় শ্রীরাম’ স্লোগান! মঙ্গলবার সকালে এহেন দৃশ্যই দেখা গেল শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে। ভোটপ্রচারে এদিনই উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন দেব।

বাগডোগরা বিমানবন্দর থেকে বাইরে বেরোতেই কয়েক জন যুবক দেব’কে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন। বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে, সরাসরি ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া এক যুবকের সঙ্গে কোলাকুলি করেন দেব। এমনকী সেলফিও তোলেন সকলের সঙ্গে।

উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের তারকা প্রার্থী বলেন, “আমরা সকলেই ভারতীয়। আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভাজন করে রেখেছি। কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ হিন্দু, কেউ মুসলমান, এইসব। আমরা নই, অনেক বড় নেতারাই এই বিভাজন তৈরি করেছে। আমি চাই যেই জিতুক, দেশের যেন উন্নতি হয়।”

Related Articles