আগামী শুক্রবার বাংলার দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ আসনে অনুষ্ঠিত হতে চলেছপ দ্বিতীয় দফার ভোট। আর তারআগেই নিরাপত্তার প্রশ্নে সতর্ক নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, দ্বিতীয় দফার ভোটের জন্য মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ভোটকেন্দ্রগুলোতে।
এছাড়াও মোট ২৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ক্যুইক রেসপন্স টিম হিসেবে। ভোটকেন্দ্র ছাড়াও যে কোনও ধরনের অশান্তি রুখতে কাজ করবে এই বাহিনী। প্রসঙ্গত, প্রথম দফার ভোটে গোটা কোচবিহার জু্ড়ে একাধিক অশান্তির ঘটনা ঘটেছিল। এমনকী এই বিষয়ে জবাবও তলব করা হয়েছিল দিল্লির নির্বাচন সদন থেকে। তাই দ্বিতীয় দফা ভোটে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না কমিশন।