তীব্র অস্বস্তিকর গরমের জেরে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় আম বাঙালির। মঙ্গলবার সকাল থেকেই চড়া রোদের তেজ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বিগত কয়েক দিনের তুলনায় তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহের মত পরিস্থিতি সাময়িক ভাবে হলেও কিছুটা স্বাভাবিক হতে পারে। যদিও দুপুরের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায়, গরমের অনুভূতি বজায় থাকবে। এই মুহূর্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সেভাবে না থাকলেও, বিক্ষিপ্তভাবে কোনও কোনও জেলায় সামান্য দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৮ শতাংশ।