অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে ছাড়াই চব্বিশের নির্বাচনে বীরভূমে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। আর মঙ্গলবার তারাপীঠের নির্বাচনী জনসভা থেকে অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের জেলমুক্তি নিয়ে ভবিষ্যতবাণী শোনালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বলেন, “কেষ্ট আজ এলাকায় নেই। পরিকল্পনা করে ওঁকে আর ওঁর মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। আমি আপনাদের বলছি দেখে নেবেন, ভোট মিটলেই ওঁদের ছেড়ে দেওয়া হবে। ভোটে যাতে কাজ করতে না পারে, তাই ওঁদের আটকে রাখা হয়েছে।”