Sambad Samakal

Abhishek: উত্তরবঙ্গ থেকে বিজেপির সপ্ত অঙ্গ ভাঙার হুঁশিয়ারি অভিষেকের!

Apr 23, 2024 @ 4:38 pm
Abhishek: উত্তরবঙ্গ থেকে বিজেপির সপ্ত অঙ্গ ভাঙার হুঁশিয়ারি অভিষেকের!

লোকসভা ভোটের প্রচারে গিয়ে উত্তরবঙ্গ থেকে বিজেপির সপ্ত অঙ্গ ভঙ্গের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাটিগাড়া-নকশালবাড়ির ভোটপ্রচার থেকে বিজেপিকে কার্যত নজিরবিহীন আক্রমণ করলেন তিনি।

এদিন অভিষেক বলেন, “প্রথমে বিজেপির মাথা ভেঙেছি, দ্বিতীয় দফা কাঁধ, তৃতীয় দফায় কোমর, চতুর্থতে হাত, পঞ্চম দফায় পা, ষষ্ঠ দফায় হাঁটু ও সপ্তম দফায় গোটা শরীর ভেঙে বলো হরি হরি বোল! গণতান্ত্রিক ভাবে এই কাজ করব আমরা।”

অন্যদিকে, দার্জিলিং লোকসভার ভোটারদের আশ্বস্ত করে অভিষেক বলেন, “আপনারা যদি আমাদের প্রার্থী রাজু লামাকে সমর্থন করেন, তাহলে দার্জিলিং জেলা থেকে যারা যারা আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে।”

Related Articles