নন্দীগ্রামে প্রচারে গিয়ে হেনস্তার শিকার তৃণমূল প্রার্থী দেবাংশু! জানা যাচ্ছে, বুধবার দুপুরে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামে প্রচারে যান। বাইকে করে নন্দীগ্রাম ১ ব্লকের ভেকুটিয়া গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময়েই বিজেপির পতাকা হাতে কয়েক জন মহিলা ও পুরুষ তাঁকে ঘিরে ধরেন।
উত্তেজিত হয়ে দেবাংশুকে নানান প্রশ্ন করতেও দেখা যায়। পাল্টা সৌজন্যের সঙ্গে হাত জোড় করে ভোটে সমর্থন প্রার্থনা করেন দেবাংশু। সেই সময়েই দেখা যায়, বেশ কয়েক জন তাঁর হাত ও জামা ধরে টানাটানি শুরু করেন। ‘চোর চোর’ স্লোগানও শোনা যায়। তড়িঘড়ি উপস্থিত পুলিশকর্মীরা ঘাসফুল প্রার্থীকে গ্রাম থেকে বের করে নিয়ে যান। তৃণমূলের দাবি, বিজেপিই চক্রান্ত করে তাদের প্রার্থীর প্রচারে বারবার বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।