মাটির ছেলে কেষ্ট! বীরভূমে গিয়ে গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে ফের দরাজ সার্টিফিকেট দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার মমতা বলেন, “কেষ্ট মাটির ছেলে। আপনারা ওঁকে কত ভালোবাসতেন। ওঁর কী অগুণ আছে জানি না। কী আছে কেসে তাও জানি না। আইন আইনের পথে চলবে। কিন্তু একজন গরিব মানুষও ওঁর সামনে গিয়ে দাঁড়ালে ফেরাত না।”
প্রসঙ্গত, এই প্রথম অনু্ব্রত মণ্ডলকে ছাড়াই বীরভূমে নির্বাচন লড়ছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ও বুধবার দু’দিনের জনসভা থেকেই কার্যত কেষ্টর পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।