তীব্র অস্বস্তিকর গরমের জেরে নাজেহাল আম বাঙালি। বুধবার সকাল থেকেই রোদের তেজে চড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। বেলার বাড়ার সঙ্গে সঙ্গেই রোদের তেজ বাড়লেও সন্ধ্যের পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় ঘর্মাক্ত অস্বস্তিকর গরমের অনুভূতিও বজায় থাকবে
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭৭ শতাংশ।