দুর্নীতির অভিযোগে ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর বিরুদ্ধেই বুধবার দেশের সর্বোচ্চ আদালতের দারস্থ হল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এসএলপি দায়েরের প্রক্রিয়া শেষ হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির জন্য আবেদন করা হতে পারে।
সুপ্রিমকোর্টে মামলা দায়ের করে এসএসসি’র যুক্তি, যাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, সেই সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরি কেন বাতিল করার নির্দেশ দেওয়া হল? এখন দেখার শেষপর্যন্ত এই মামলায় সুপ্রিমকোর্ট আদৌ হস্তক্ষেপ করে কিনা।