২০১৭ সালের টেট পরীক্ষায় ভুল প্রশ্ন মামলায় কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, টেট পরীক্ষায় যে ভুল প্রশ্নের অভিযোগ উঠেছিল, সেই বিষয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একটি বিশেষ কমিটি গঠন করতে হবে। তাঁরাই প্রশ্নপত্র খতিয়ে দেখে হাইকোর্টে রিপোর্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। সেই অনুযায়ী কলকাতা হাইকোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবে।
জানা যাচ্ছে মামলাকারীদের দাবি, ২০১৭ সালের টেট পরীক্ষায় ২৩টি ভুল প্রশ্ন ছিল। তাই যারা ওই প্রশ্নগুলো অ্যাটেন্ড করেছে, তাদের পুরো নম্বর দিতে হবে।