এবারের ভোটে কত আসন পাবে বিজেপি? পূর্ব বর্ধমানের আউশগ্রামের জনসভা থেকে হিসেব দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী প্রধানমন্ত্রী মোদিকে ‘প্রচারবাবু’ বলেও তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন তিনি।
এদিন মমতা বলেন, “প্রচারবাবু সারাদিন শুধু প্রচার করছে। দিনে, রাতে, চা খেতে, টিভিতে সবসময়ই প্রচার করছে, অপপ্রচার করছে। এত প্রচার করছে’তো, বুঝতেই পারবে না, কখন মানুষকে জবাব দেবে।”
এরপরেই উপস্থিত জনতার উদ্দেশে মমতার প্রশ্ন, “আপনাদের কী মনে হয়, বিজেপি এবার জিতবে? মাটির রিপোর্ট কী বলছে শুনে নিন। আগেরবার অত জিতেও ৩০০ আসন পেয়েছিল। আর এবার উত্তরপ্রদেশের অত আসন পাবে না। ওখানে অখিলেশরা ভালো লড়াই করছে। বিহারে এবার অর্ধেক আসনও পাবে না। মধ্যপ্রদেশেও ভালো আসন পাবে না। কেরালায় বাম-কংগ্রেস মিলেমিশে পাবে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশেও পাবে না।”