এম সি সি বা মডেল কোড অফ কন্ডাক্ট মানে আসলে মোদি কোড অফ কন্ডাক্ট! তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব চলাকালীনই কমিশনকে কার্যত এই ভাষাতেই তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন পুরুলিয়ার জনসভা থেকে মমতা বলেন, “আমার কাছে কবর আছে, উত্তরপ্রদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। ভোট দিতে যাওয়ায় এক জনকে পিটিয়ে রোদে ফেলে রেখেছে। আপনারা কি মনে করেন, এর বিরুদ্ধে কমিশন কোনও ব্যবস্থা নেবে! আসলো মোদি কোড অফ কন্ডাক্ট চলছে। তাই এদের দেশ থেকেই বিদায় দিতে হবে।”