মঙ্গলবার সকাল থেকে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি চলছে সুপ্রিমকোর্টে। আর এদিনের শুনানিতে অবৈধ চাকরিপ্রাপকদের সংখ্যা জানিয়ে দিল এসএসসি। কার্যত স্বীকার করে নেওয়া হল যে, দুর্নীতি হয়েছে।
এসএসসির দাবি, নাইসা ও সিবিআইয়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৮ হাজার ৩২৪ জন বেআইনি ভাবে নিয়োগ পেয়েছেন। সেই তথ্য কমিশনের কাছে আছে বলে দাবি তাদের।
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন, এই সংখ্যা যদি জানা থাকে, তাহলে ২৬ হাজার চাকরি বাতিলের প্রয়োজনীয়তা কী? পাল্টা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, এই সংখ্যা চূড়ান্ত নয়। কারণ ভবিষ্যতে দুর্নীতির দায়ে আরও নাম উঠে আসতে পারে। তবে স্কুল সার্ভিস কমিশন যদি ১৯ হাজার বৈধ চাকরিপ্রাপকদের হলফনামা দিয়ে সার্টিফাই করে, তাহলে তা মেনে নিতে তারা রাজি বলেও জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।